এক শিক্ষণীয় গল্প
এক দেশে ছিল এক রাজা।
.
রাজার ছিল একটা মাত্র মেয়ে।
.
অন্যান্য রূপকথার রাজকন্যার মত এই রাজকন্যা আবার তত সুন্দরী ছিল না।
.
#রাজকন্যারা মনে হয় সাধারণত সুন্দরী হয়ে থাকে কিন্তু এই রাজকন্যা ছিল খুবই খুবই কুৎসিত।
.
আর তার এই চেহারার জন্য রাজার চিন্তার অন্ত ছিল না।
রাজকন্যার যখন বিয়ের বয়স হল তখন রাজা ভীষন পেরেশান হয়ে পড়লেন।
.
রাজা তার মেয়ের বিয়ের খবর সব জায়গায় ছড়িয়ে দিলেন।
.
খবর শুনে প্রথমে আশেপাশের রাজ্যের রাজকুমাররা আসল।
.
তারা জানত যে রাজকন্যা দেখতে খুবই খারাপ।
.
কিন্তু তারপরও তারা চিন্তা করল যে চেহারা যতই খারাপ হউক না কেন বিয়ে করলে তো পুরা রাজ্যই পাব।
.
-- এরপর তারা একে একে সবাই যখন সেই রাজকন্যাকে দেখল,
.
তারা কেউই রাজ্য পাবার আশায় এত কুৎসিত রাজকন্যাকে বিয়ে করতে রাজি হল না।
.
তারা সবাই নিরাশ হয়ে ফিরে গেল।
.
এরপর রাজার মেয়েকে দেখতে আসল রাজ্যের সব বড় বড় ব্যবসায়ীদের ছেলেরা।
.
তারা চিন্তা করল যে,
.
আমাদের তো আর রাজপুত্রদের মত অত সুন্দরী বউ লাগবে না ,
.
মেয়ে দেখতে যেমনই হউক রাজ্য পাব এটাই অনেক।
.
.
কিন্তু তারাও যখন রাজকন্যার কুৎসিত চেহারাকে দেখল তারাও কেউ রাজ্য পাওয়ার পরও এত
কুৎসিত রাজকন্যাকে বিয়ে করতে রাজি হল না।
.
--এভাবে রাজ্যের বিভিন্ন শ্রেণীর লোকদের ছেলেরা রাজকন্যাকে বিয়ে করার জন্য আসল কিন্তু তার এই অস্বাভাবিক কুৎসিত চেহারা দেখে কেউই বিয়ে করতে রাজি হল না।
.
এভাবে করতে করতে একসময় রাজ্যের মেথর, সুইপার এদের ছেলেরা রাজকন্যাকে দেখতে এল।
.
তারা চিন্তা করল যে ,
.
আমাদের জীবন তো এমনিতেই না খেয়েই কাটে , আমাদের কাছে সুন্দরী ই বা কি আর অসুন্দরী ই বা কি।
.
রাজকন্যার চেহারা দিয়ে আমরা কি করব। বিয়ে করলে অন্তত দুবেলা দুমুঠো ভাত শান্তিতে খেতে পারব এটাই অনেক। আমাদের জীবনে তো এমনিতেও কষ্ট ওমনিতেও কষ্ট।
.
কিন্তু তারাও যখন রাজকন্যার চেহারাকে দেখল , তারাও এত কিছু লাভের আশা ছেড়ে বিয়ে করতে রাজি হল না।
.
#সর্বশেষে এক অন্ধ আসল।
.
অন্ধ তো আর রাজকন্যার চেহারা দেখতে পারবে না।
.
রাজকন্যার আসল রূপ তো সে কোনদিনই বুঝবে না।
.
তাই সেই রাজকন্যাকে বিয়ে করল।
.
#আসলে এই রাজকন্যা হল আমাদের দুনিয়া।
.
যার যতই প্রয়োজন হউক না কেন কেউ যদি এই দুনিয়ার আসল রূপ দেখে তাহলে কোনদিনও এই
দুনিয়া থেকে কিছু নিবে না।
.
কোন চক্ষুস্মান ব্যক্তি কখনও এই দুনিয়াকে আপন করে নেয় না।
.
একমাত্র অন্ধরাই এই দুনিয়াকে তাদের সঙ্গী করে নেয়।
.
আমরাও আজ অন্ধের মত এই কুৎসিত দুনিয়ার খুবই খুবই সামান্য জিনিসের পিছনে আমাদের এই সুন্দর জীবনেকে নষ্ট করছি।।
.
#আল্লাহ্ তা' আলা আমাদেরকে এইদুনিয়ার আসল রূপ চেনার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
.
আমীন ছুম্মা আমীন
Created at 2016-09-01 22:26:57
Back to posts
UNDER MAINTENANCE